শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৩:৫২:৪৯

তাহিরপুরে নৌকাডুবে চার জন নিখোঁজ

তাহিরপুরে নৌকাডুবে চার জন নিখোঁজ

সিলেট ব্যুরো (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে নৌকা ডুবে নিখোঁজ তিন শিশুসহ ৪ জনের সন্ধান মিলেনি। ঝড়ো বাতাসের কবলে পড়ে বৃহস্পতিবার বিকেলেএ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাক্তিরা হচ্ছেন- জেলার বিশম্ভপুর উপজেলার শান্তিপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে সাজনা বেগম (৫), একই গ্রামের বড় সোনা মিয়ার মেয়ে ঝুমা বেগম (৮), একই উপজেলার বাঘগুয়ো গ্রামের সোয়েব জামালের মেয়ে তানহা বেগম (১২) ও একই উপজেলার চিকসা গ্রামের মৃত রজব আলীর ছেলে হারুন রশিদ (৪৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের জাকির হোসেনের বৌভাত থেকে ফেরার পথে কনের বাড়ির লোকদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকা বরের ঝড়ের কবলে পড়ে স্থানীয় ধাওয়ার বিলে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৩৬ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর চারজনের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধা করা যায়নি বলে জানান ওসি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে