‘কমিশনই বিএনপিকে সুযোগ দিয়েছে’
ঢাকা : নির্বাচন কমিশনই পৌরসভা নির্বাচন পেছানোর দাবি তোলার সুযোগ করে দিয়েছে বিএনপিকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বিএডিসি মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কোনো আলোচনা ছাড়াই কিছু আচরণবিধি করে ফেলেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন পেছানো নিয়ে অনেক কথা উঠেছে। এমন দাবি করা খুবই স্বাভাবিক। কারণ নির্দলীয় নির্বাচন এখন দলীয় প্রতীকে হচ্ছে।
তিনি বলেন, সেই নির্বাচনে কোনো আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন কিছু আচরণবিধি তৈরি করে ফেলেছে। সেজন্য নির্বাচন পেছাতে বিএনপিসহ ছোট ছোট দল সময় বাড়ানোর দাবি তুলছে। তবে এটি সরকারের বিবেচনার বিষয় নয়। বিবেচনা করবে নির্বাচন কমিশন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজদৌলা তালুকদার।
পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ।
বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাকর চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান প্রমুখ।
২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�