নিউজ ডেস্ক: মনোনয়নের আগেই বিরোধে জড়িয়েছে সুনামগঞ্জ-৪ আসনের প্রভাবশালী দুই বিএনপির নেতা। কমিটি গঠনকে কেন্দ্র করে পদত্যাগ করেছে শতাধিক নেতা। গতমাসের ২৫ অক্টোবর সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। কমিটিতে জায়গা পায় জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুনামগঞ্জ ৪-আসনের মনোনয়ন দুই প্রত্যাশী নেতার অনুসারীরা। এই দুই নেতা গুরুশীর্ষ হিসেবে পরিচিত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হক এর হাত ধরে রাজনীতিতে আসে জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সবশেষে কমিটি মনের মতো না হওয়ায়, মতবিভেদ তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। পরবর্তীতে ফজলুল হক, শীর্ষ নূরুল হকের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ করে। এর পথ ধরে নূরুলের অনুসারি শতাধিক নেতা একযোগে পদত্যাগ করে।
এ বিষয়ে ফজলুল হক বলেন, দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে , আমি যাকে যোগ্য মনে করেছি তাকেই মনোনয়ন দিয়েছি।
অভিযোগটি নাকোচ করে ফজলুল হক দাবি করে বলেন, ত্যাগি ও পরীক্ষিতরাই কমিটিতে জায়গা পেয়েছে।
দুই নেতার মেরুকরণে ঘর সামলাতে হিমসিম খাচ্ছে বিএনপি। জেলা সহ-সভাপতির দাবি ভোটের আগেই মিটে যাবে কোন দল থাকবে। তাই নির্বাচনে এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রভাব পরবে না।
গুরুর বিপক্ষে নির্বাচন লড়তে এবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছে নুরুল ইসলাম, এর মধ্যদিয়ে জেলা বিএনপির দ্বন্দ্ব ও বিভক্তি এখন অনেটাই প্রকাশ্যে। সূত্র: যমুনা টিভি