মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ০১:৪৮:৫২

মনোনয়ন নিয়ে শহরে নামতেই জনতার ঢল

মনোনয়ন নিয়ে শহরে নামতেই জনতার ঢল

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে এবারও মহাজোটের মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য, স্বচ্ছ ইমেজের জনবান্ধব নেতা পীর ফজলুর রহমান মিসবাহ। তার মনোনয়ন নিশ্চিতের খবর পাওয়ার পর থেকে এলাকায় সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় উচ্ছ্বাস। 

সোমবার বিকালে মহাজোটের মনোনয়ন নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জ শহরে আসছেন— এ খবর পেয়ে শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে জেলা পরিষদের সামনে। তারা পীর মিসবাহকে গাড়ি থেকে নামিয়ে ফুলেল সংবর্ধনা জানিয়ে শোভাযাত্রার মাধ্যমে শহরের হাছন নগরের বাসভবনে নিয়ে আসে। এ সময় শহরের প্রধান সড়কগুলোর দুই পাশে মানুষ তাকে হাত উঁচিয়ে অভিনন্দন জানায়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা সাইফুর রহমান সমছু, মোহাম্মদ আলী খুশনূর, রশিদ আহমদ, মনির উদ্দিন, হাজী হেলাল, সাজু আহমদ, ফারুক মেনর, জসিম উদ্দিন।

অভ্যর্থনার জবাবে পীর মিসবাহ বলেন, ‘আমাকে দ্বিতীয়বারের মতো সদর আসনে মহাজোটের মনোনয়ন দেওয়ায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, বেগম রওশন এরশাদ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সুনামগঞ্জ-৪ আসনের সর্বস্তরের জনগণের কাছেও ঋণী, কারণ তাদের সমর্থন ও দোয়া নিয়ে আমি আজ এই জায়গায় এসেছি। সাধারণ মানুষই আমার ভরসা। 

গত ৫ বছর উন্নয়ন শুরু করেছিলাম, সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে তারা আমাকে লাঙ্গল প্রতীকে মূল্যবান ভোট দিয়ে আবারও সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেবেন। বাকিটা জীবন মানুষের কল্যাণে ব্যয় করতে চাই আমি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে