সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপি প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা। এদিকে, আসনটিতে বিএনপি প্রার্থীশূন্য হওয়ার ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শাহিনূর পাশা চৌধুরীর ধানের শীষ নিয়ে নির্বাচন করার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে। এই আসনে বিএনপি জোটের সাবেক এমপি ছিলেন তিনি।
জানা যায়, আসনটিতে বিএনপি মনোনোয়ন নিয়ে যুক্তরাজ্য বিএনপির কোষাধক্ষ্য আব্দুস ছাত্তার প্রার্থী হলেও বাংলাদেশের ভোটার তালিকায় নামই নেই তার। যে কারণে মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। হলফনামানায় নিজেকে জগন্নাথপুর উপজেলার খাগাউরা গ্রামের বাসিন্দা উল্লেখ করেছেন তিনি।
এদিকে, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির অপর প্রার্থী আশরাফুল হক সুমন মনোনয়নপত্রের সাথে হলফনামা সংযুক্ত করে না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে মনোনয়ন দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। -বিডিপ্রতিদিন