 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের জন্য ভোট চাইলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলনের ভাই ছাতক সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ মইনউদ্দিন আহমেদ বাহার।
গতকাল শনিবার (১৫ ডিসেম্বর) রাতে ছাতক পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বাগবাড়ী এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে বাহার বলেন, দেশের উন্নয়নের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিকল্প নেই। তিনি উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কালো টাকা ও পেশি শক্তির অধিকারী কোনো সন্ত্রাসী বাহিনী এই শান্তি ও সম্প্রীতির শহর ছাতকে অরাজকতা সৃষ্টি করতে পারবে না।
উপজেলা যুবলীগ সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের বাগবাড়ির চৌধুরী মার্কেটে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পেয়ারা মিয়ার সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিল বাজার প্রদক্ষিণ করে।