 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যালয়ের ক্লাস ক্যাপটেন হতে না পারায় মুমতিয়া ফারিয়া প্রমি (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রমি উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ক্যাপটেন নির্বাচন ছিল। এ নির্বাচনে প্রমি হেরে যায়। তাই লজ্জায় সে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করে।
বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। ক্লাস ক্যাপটেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয়ার বিষটি দুঃখজনক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রীর মরদেহ ময়নাতদন্ত না করার জন্য তার পরিবার জেলা প্রশাসক বরবার আবেদন করেছে।