সুনামগঞ্জ: গ্রামে গর্ভবতী মায়েদের প্রসব ব্যথা উঠলে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি পাওয়া যায় না। এ কারণে বাড়িতে জীবন দিতে হয় অনেক গর্ভবতী মাকে। তাছাড়া বেশিরভাগ মানুষ গরিব হওয়ায় টাকার অভাবে নিয়ে যেতে পারে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যদিও এ সেবা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে দেয়ার কথা। কিন্তু বেশির ভাগ কমিউনিটি ক্লিনিকে লোকবন না থাকায় এ সেবা বঞ্চিত হয় সেখানকার মানুষ। তবে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত দ্রুত সেবা দেয়ার জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিটি উপজেলায় ব্যবস্থা করা হয়েছে মাদার অ্যাম্বুলেন্সের।
জগন্নাথপুর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় জনসংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৪৯০ জন। যার মধ্যে নারীর সংখ্যায় ৭৬ হাজার ১৩১ জন। ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব বেশি হওয়ায় এবং সরকারি মাত্র একটি অ্যাম্বুলেন্স হওয়ায় অধিকাংশ মায়ের সেবা থেকে বঞ্চিত হতে হয়। তাই এ সমস্যা সামাধানের জন্য জগন্নাথপুর উপজেলা পরিষদ এডিপি প্রকল্পের মাধ্যমে দুটি মাদার অ্যাম্বুলেন্স ক্রয় করেছে। যার প্রতিটির মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা।
উপজেলা সূত্রে জানা যায়, মাদার অ্যাম্বুলেন্স এক ধরনের ব্যাটারিচালিত অটোরিকশাকে সংস্কার করে অ্যাম্বুলেন্সের মতো তৈরি করা হয়েছে। এ অ্যাম্বুলেন্সের ভেতরে রয়েছে একটি স্যালাইন রাখার স্ট্যান্ড, প্রাথমিক চিকিৎসার প্রযোজনীয় সরঞ্জাম, একটি বিছানা এবং রোগীর পাশে দুই থেকে তিনজন বসার ব্যবস্থা। প্রাথমিকভাবে ক্রয়কৃত দুটি মাদার অ্যাম্বুলেন্স পরীক্ষামূলকভাবে ঈদের পর জগন্নাথপুর উপজেলার দুটি দুর্গম এলাকা রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নে ব্যবহার করা হবে। এদিকে সকল ইউনিয়ন পর্যায়ে এ সুবিধা আসলে গর্ভবতী মায়েদের জন্য অনেক উপকারেই আসবে বলে জানান স্থানীয়রা।
পাটলী ইউনিয়নের বাসিন্দা ফরিদ চৌধুরী বলেন, এটি সত্যিই প্রশংসনীয় কাজ। গর্ভবতী মায়েদের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে মাদার অ্যাম্বুলেন্স প্রদান এটি ভালো হয়েছে। এখন দেখার বিষয় এটি যেন ঠিকমতো কাজ করে। কারণ আমরা চাই না যানবাহনের জন্য কোনো মা যেন মৃত্যুর মুখে না পড়ে।