সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিন হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় পরিবারের লোকজন জড়িত জেনে হ'তভ'ম্ব সবাই। বিষয়টি নিয়ে চলছে সর্বত্র আলোচনা-সমালোচনা।
প্রতিপক্ষকে ফাঁসা'তে কোনো বাবা তার আদরের সন্তানকে এমন নৃ'শং'সভাবে খু'ন করতে পারেন বিষয়টি মেনে নিতে পারছেন না স্থানীয়রা। সেই সঙ্গে ক্ষো'ভ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।
স্থানীয়দের দাবি, এমন হ'ত্যাকা'ণ্ডের ঘটনা সুনামগঞ্জে প্রথম। বাবার কোলে ঘুমন্ত সন্তানকে গলা কে'টে হ'ত্যার বিষয়টি জানার পর থেকে পৃথিবীর কার কাছে শিশুরা নিরাপদ সে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কেউ।
এদিকে, শিশু তুহিনকে বাবা ও চাচা মিলেই খু'ন করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বী'কা'রো'ক্তিমূলক জবা'নব'ন্দি দেয়ার পর আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে লড়বেন না বলে জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা।
সুনামগঞ্জের আইনজীবী, বিদ্যালয়ের শিক্ষক, কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিশু তুহিনের মতো নৃ'শং'স হ'ত্যার শি'কা'র আর কেউ হয়নি। শিশু তুহিনকে যারা হ'ত্যা করেছেন তাদের দৃ'ষ্টা'ন্তমূলক শা'স্তি হওয়া উচিত।
সুশীল সমাজের ব্যক্তিরা বলছেন, সামাজিক অ'ব'ক্ষ'য়ের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। শিশু তুহিন হ'ত্যার মাধ্যমে প্রমাণিত হয়েছে আজ বাবার কোলেও শিশুরা নি'রা'পদ নয়। আজকে আমার সন্তান এসে যদি প্রশ্ন করে বাবা আমি তোমার কোলে কতটা নি'রা'পদ তার উত্তর আমার জানা নেই।
জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায় বলেন, তুহিন হ'ত্যার ঘটনায় প্রমাণিত হলো পরিবারেও এখন শিশুদের নি'রা'প'ত্তা নেই। এমন ধরনের ঘটনা অতীতে হয়নি, আমরা শুনিনি এবং দেখিনি। তুহিন হ'ত্যায় বাবা ও চাচাদের এমন শা'স্তি হোক যে শা'স্তি সমাজে দৃষ্টা'ন্ত তৈরি করে, খু'নিদের বুক কেঁ'পে ওঠে।
সুনামগঞ্জের আইনজীবী স্বপন কুমার দাস বলেন, শিশু তুহিন হ'ত্যাকা'ণ্ড খুবই ম'র্মা'ন্তিক এবং ভ'য়ঙ্ক'র। বাবার কোলে সন্তানকে জবা'ই করে হ'ত্যার এমন নৃশং'স ঘটনা কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই হ'ত্যাকা'ণ্ডে যারা জড়িত তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াবে না।
জেলা আইজীবী সমিতির সভাপতি মো. চাঁন মিয়া বলেন, ঘুমন্ত শিশু তুহিনকে কোলে করে নিয়ে যায় তার বাবা, খু'ন করে চাচা। এমন ঘটনা বাংলাদেশের প্রথম নৃশং'স হ'ত্যাকা'ণ্ড। এই ঘটনায় জড়িতদের সর্বো'চ্চ শা'স্তি চাই আমরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি তুহিন হ'ত্যাকা'ণ্ডে যারা জড়িত তাদের পক্ষে কোনো আইনজীবী লড়বে না।