সুনামগঞ্জ:শিশু তুহিনকে নৃশং'সভাবে হ'ত্যার ঘটনায় তুহিনের বাবা আব্দুল বাছির জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিন দিনের রিমা'ন্ড শেষে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হয়েছে বাবা আব্দুল বাছিরকে। শুক্রবার সন্ধ্যায় তুহিনের বাবা আব্দুল বাছিরের ১৬৪ ধারায় জবা'নবন্দি রেকর্ড করছেন আদালতের বিচারক মো. খালেদ মিয়া। স্বীকা'রোক্তির তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু তাহের মোল্লা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রিমা'ন্ডে তুহিনের বাবা আব্দুল বাছির ছেলে হ'ত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য তাকে আদালতে তোলা হয়েছে।
তিন দিনের রিমা'ন্ডে থাকা তুহিনের চাচা আব্দুল মছব্বির ও জমসেদ আলীকে রিমা'ন্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশং'সভাবে হ'ত্যা করা হয়। ঘা'তকরা তার লা'শ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝু'লিয়ে রাখে। দুর্বৃ'ত্তরা তুহিনের পে'টে দুটি ছু'রি ঢু'কিয়ে রাখে। দুটি কান ও এমনকি যৌ'নাঙ্গ'টিও কে'টে ফেলা তারা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে খু'নের ঘটনায় সম্পৃ'ক্তার কথা স্বী'কার করেছেন শিশু তুহিনের চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার।