এমটি নিউজ ডেস্ক : জনপ্রিয়তার এক দারুণ উদাহরণ দেখালেন এক কয়লা শ্রমিক। বাঘা বাঘা ছয় প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ইউপি সদস্য নির্বাচিত হলেন নৌপথে ভেসে আসা কয়লা কুড়িয়ে কোনোরকম পরিবারের ভরণপোষণ চালানো কয়লা শ্রমিক কফিল উদ্দিন! সপ্তম ধাপে ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে বিপুল ভোটে কফিল উদ্দিন ইউপি সদস্য নির্বাচিত হন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঙালী-নৃতাত্ত্বিক পল্লী কড়ইগড়ার মৃত সোনা মিয়া ও মৃত সুফিয়া খাতুনের ছেলে কফিল উদ্দিনের (৫৬) এমন বিজয়ে পুরো ওয়ার্ডের সবাই খুব খুশি।
কফিল উদ্দিনের প্রভাব প্রতিপত্তি, পেশিশক্তি নেই, অর্থ-বিত্ত, জমি-জমাও নেই। নির্বাচনী মাঠ চষে বেড়ায়নি মোটরসাইকেলের বহর। অর্থের অভাবে প্রচার কাজে বাজেনি শ্রমজীবী কফিল উদ্দিনের তালা প্রতীকের মাইক।
সীমান্তের ওপারে মেঘালয়ের পাহাড়ি ঢলের স্রোতে ভেসে আসা জাদুকাটার নৌপথে কয়লা কুড়িয়ে কোনোরকম চলে স্ত্রী-সন্তানসহ ৭ সদস্যের পরিবারের ভরণপোষণ।
তাহিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গেল ৭ ফেব্রুয়ারি সাধারণ সদস্য পদে সদ্য সাবেক ইউপি সদস্য সম্রাট মিয়া ফুটবল প্রতীকে ১৯১, রুপন রাকসাম টিউবওয়েলে প্রতীকে ১৪২, দানিয়েল মারাক সিলিং ফ্যান প্রতীকে ১৮৯, সাবেক ইউপি সদস্য আবু হানিফা ভ্যানগাড়ি প্রতীকে ২০৯, আজিজুল হক আপেল প্রতীকে ৩৫১, আবুল কালাম মোরগ প্রতীকে ৪৯৮, কয়লা শ্রমিক কফিল উদ্দিন তালা প্রতীকে সর্ব্বোচ ৫৬৮ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন।