আন্তর্জাতিক ডেস্ক : গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নারীসহ গুলিবিদ্ধ হয়েছে ৯ জন।
গুলিবিদ্ধরা হলো সুমি বেগম, বর্ষা, নেজারুল, অংকন, আনজু মিয়া, অনিক, রাসেল, রুনা ও মনিরাজ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন বর্মণ জানান, গুলিবিদ্ধ ৯ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছ।
উন্নত চিকিত্সার জন্য তিনজনকে সিলেটে পাঠানো হয়েছে। উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিনের আত্মীয়দের হাতে প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখের লাঞ্ছিত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে তাহিরপুর বাজারে মানববন্ধন হয়।
সাবেক ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষারের মানববন্ধনে অংশ নেওয়া নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে মারধর করে হাফিজ উদ্দিনের স্বজনরা। এ নিয়ে পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তুষার ও হাফিজ পক্ষ। দুই পক্ষের মধ্যে দেশি অস্ত্র নিয়ে ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। উপজেলা সদরে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।