এমটিনিউজ২৪ ডেস্ক : সুনামগঞ্জে বসতঘরে মা ফরিদা বেগম (৫৫) ও ছেলে মিনহাজুল (২০)-কে জবাই করে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে যেকোনো সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরে আত্মীয়ের বাসায় থাকতেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখউরি গ্রামের প্রয়াত জাহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজুল মিয়া।
রাতে তারা বাসায় ঘুমিয়ে পড়েন। সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। এ সময় ঘরের দরজা-জানালা খোলা ছিল। পরে পুলিশ ও প্রতিবেশীরা এসে দেখেন, ঘরের মেঝেতে ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজের লাশ পড়ে আছে।
দরজা-জানালা খোলা। তাদের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরির আঘাত রয়েছে। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ সময় মা ও ছেলের স্বজনদের নম্বর সংগ্রহ করে পুলিশ তাদের খবর দিয়েছে।
নিহত ফরিদা বেগমের চাচাতো ভাই সাজন মিয়া বলেন, ‘সকালে খবর পেয়েই আমরা রওনা দিয়েছি। তাদের সঙ্গে একই বাসায় আরো একটি পরিবার থাকত। তাদের এসে আমরা পাইনি। আমরা এ ঘটনায় দোষীদের বিচার চাই।’
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. নাজমুল হক বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি।
এসে দেখি দরজা-জানালা খোলা। ডিবি পুলিশও ঘটনাস্থলে আছে। আমরা লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছি এবং দোষীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।’