সুনামগঞ্জ : চুল ধরে টেনে হিঁচড়ে দুই শিক্ষিকাকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাসসহ দুই শিক্ষকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হন।
এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে লাঞ্ছিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী রানী দাস এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদারের নেতৃত্বে ৮-১০জন লোক হঠাৎ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষিকা মনি রানী তালুকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে জোরপূর্বক বিদ্যালয় থেকে চুল ধরে টেনে হিঁচড়ে বের করে দেয়ার চেষ্টা করে।
জানা গেছে, এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী রানী দাস তাদের বাধা দিলে সভাপতি সর্বানন্দ তালুকদার ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে পরে ২ জনকেই তারা চুল ধরে টেনে-হিঁচড়ে, কিল, ঘুঁষি ও লাথি মেরে বিদ্যালয় থেকে বের করে দেন। এ সময় তারা বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক হাজিরা রেজিস্ট্রার খাতাও ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয ব্যাবস্থা নেয়া হবে।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম