সুনামগঞ্জ : একই ইউনিয়ন পরিষদে জয়ী হলেন দেবর-ভাবী। দেবর ইউপি চেয়ারম্যান আর ভাবী ইউপি মেম্বার। জেলার ছাতকের জাউয়াবাজার ইউপি নির্বাচনে দেবর-ভাবী নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে সাধারণ মানুষ রসিকতা করে দেবর-ভাবীর পরিষদ বলে অভিহিত করছেন।
জানা গেছে , জাউয়াবাজার ইউপি নির্বাচনে আটজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ সাতজনকে পেছনে ফেলে মাত্র ৬২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুরাদ হোসেন (ঘোড়া) চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল তিন হাজার ৫৩০।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম পান ৩ হাজার ৪৬৮ ভোট।
একই ইউনিয়নে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর আসনে দ্বিতীয়বার সংরক্ষিত সদস্য পদে মুরাদ হোসেনের বড় ভাইয়ের স্ত্রী সাহেরা বেগম নির্বাচিত হয়েছেন। একই পরিবারে দু’জন নির্বাচিত হওয়ায় তাদের বাড়ি বড়কাপনে বইছে আনন্দের বন্যা।
সাহেরা বেগম গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। গত ৩১ মার্চ দ্বিতীয় দফায় এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম