সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের একটি আবাসিক হোটেলে থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেত্রী চুমকি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। চুমকী সুনামগঞ্জ শহরের পশ্চিম তেহরিয়ার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চুমকী বেগম ও মাহিম ইসলাম স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল আল হেলালের ১০১ রুম ভাড়া নেয়। সকাল ৭টার দিকে তার স্বামী মাহিম ইসলাম নাস্তা আনার কথা বলে বাহিরের দিক থেকে রুম তালা দিয়ে বের হয়ে যায়।
এর পর সকাল ১১টা পর্যন্ত ওই রুম তালা দেখে হোটেল কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই রুমের তালা ভেঙ্গে দেখে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরণীর মরদেহ বিছানায় পড়ে আছে। পুলিশ ধারণা করছে শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে। তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে স্বামী।
জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী জানান, চুমকী বেগম বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন বলে নিশ্চিত করেছেন।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন