বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৫:৪০:৫৪

বিদেশি হত্যাকাণ্ড নিয়ে যা বললেন ইকবাল সোবহান চৌধুরী

বিদেশি হত্যাকাণ্ড নিয়ে যা বললেন ইকবাল সোবহান চৌধুরী

সিলেট : দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ নয়, এ হত্যাকাণ্ডগুলো দেশের অভ্যন্তরীণ অশুভ রাজনীতির অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেছেন, যারা বাংলাদেশের ভাবমূর্তি বহির্হিশ্বে ক্ষুণ্ন করতে চায় তারাই এর সঙ্গে জড়িত।  তারা দেশের পর্যটন শিল্পকেও ধ্বংস করতে চায়।  তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের হোটেল রোজভিউতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অরুপ চৌধুরী ও সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার আল আমীন।

উদ্বোধন শেষে মেলা ঘুরে দেখেন অতিথিরা।  পর্যটন মেলা চলবে ১০ অক্টোবর পর্যন্ত।  এতে ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এ মেলার আয়োজন করেছে সিলেট ট্রাভেল ম্যাট-২০১৫ নামে ভ্রমণ বিষয়ক পাক্ষিক `দি বাংলাদেশ মনিটর`।

অনুষ্ঠানের আয়ােজকরা জানান, এ মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম, অন্যান্য পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্য ছাড় দিচ্ছে।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে