সিলেট : সিলেটের কাজলশাহ এলাকা থেকে একই পরিবারের ৩ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-৫০৭, তাং-০৮/১০/২০১৫ ইং)।
জিডি সূত্রে জানা যায়, ঢাকা জেলার লৌহজং থানাধীন বিক্রমপুর গ্রামের বাসিন্দা, প্রাণ আরএফএল গ্রুপের কর্মচারী ও বর্তমানে সিলেট নগরীর কাজলশাহ এলাকার ৪৩/১ নং বাসার বাসিন্দা দুলাল আহমদের ৩ শিশু সন্তান আছিয়া বেগম (১২), ছাদিয়া বেগম (৮) ও ইরহাম (৩) গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হয়।
দুলাল আহমদের স্ত্রী সেলিনা বেগম ঐ শিশুদের রেখে বুধবার সন্ধ্যায় পাশের বাসায় বেড়াতে যান। আধা ঘন্টা পর তিনি বাসায় ফিরে দেখেন বাসার জিনিসপত্র এলোমেলো ও শিশুরা ঘরে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে জানালে সবাই খোাঁজাখুঁজি করেও শিশু ৩টিকে কোথাও খুঁজে পাননি। পরদিন বৃহস্পতিবার তারা এলাকায় মাইকিং করেন ও থানায় জিডি করেন। কিন্তু এখনো তাদের খোঁজ মেলেনি। এতে শিশুদের বাবা-মা দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছেন। হন্যে হয়ে শিশুদের খুঁজছেন।
নিখোঁজ শিশুরা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়া ১২ বছরের আছিয়ার উচ্চতা আনুমানিক ৪ ফুট। তার গায়ের রং ফর্সা ও পরনে ছিল সালোয়ার কামিজ। ৮ বছর বয়সী ছাদিয়ার উচ্চতা আনুমানিক সাড়ে ৩ ফুট। তারও গায়ের রং ফর্সা, পরণে ছিল সবুজ রঙ্গেও নিমা। নিখোঁজ ইরামের উচ্চতা আনুমানিক ৩ ফুট। তার পরণে ছিল গেঞ্জি ও প্যান্ট। কোন সহৃদয় ব্যক্তি তাদের কোন সন্ধান পেলে ০১৭৯৫-৩৭৪৭৫০, ০১৯২২-০৯৯৭৭৭ অথবা ০১৯১৮-৫৮৩৭৬৭ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
১০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ