সিলেট ব্যুরো : সিলেটের ওসমানী নগর উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোট কেন্দ্র থেকে শুরু করে সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার পর কেন্দ্রে নেই ভোটারদের উপস্থিতি। উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল ভোট কেন্দ্রের চিত্র এটি। এছাড়া তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দয়ামীর উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ল, শাহ জালাল (র.) সিনিয়র মাদ্রাসা, লালকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে যায় এমন চিত্র।
ভোটরের উপস্থিতিনা থাকায় নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় পার করছেন।
স্থানীয়রা জানান, সংঘর্ষ এবং হানা-হানির অজানা আতংকে তারা ভোট দিতে কেন্দ্রে আসছেন না। যদিও নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব ও বিজিবি টহলরত অবস্থায় রয়েছে। সব ধরনের সহিংসতা এড়াতে ভোট কেন্দ্রগুলোত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ও ১০টি কেন্দ্রকে সাধারণ ঝুকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ওসমানী নগর উপজেলার ৮টি ইউনিয়নের ১ লাখ ২৯ হাজার ৮ শত ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ওসমানীনগরে তিন মূল প্রার্থী আওয়ামী লীগের আতাউর রহমান, বিএনপির ময়নুল হক চৌধুরী, নাগরিক কমিটি মনোনীত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ও জাতীয় পার্টির প্রার্থী শিব্বির আহমদ।
০৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস