রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো: সিলেটে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটির ভরাডুবি হয়েছে। ওসমানীনগর উপজেলা নির্বাচনে বেসকারিভাবে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী ময়নুল হক চৌধুরী।
উক্ত উপজেলাতে আওয়ামী লীগ একক প্রার্থী দিতে ব্যর্থ হয়। ওসমানীনগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন জগলু চৌধুরী। দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
বেসরকারি ফলাফল অনুযায়ী ওসমানীনগরে ২১৭০ ভোটের ব্যবধানে ময়নুল হক বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
ওসমানীনগরের ৫২টি কেন্দ্রে ধানের শীষ প্রতিক নিয়ে ময়নুল হক চৌধুরী পেয়েছেন ২০৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া মার্কা নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী (জগলু চৌধুরী) পেয়েছেন ১৮৬৭৮।
এছাড়া ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী গয়াছ মিয়া।
তিনি তার নিকটতম প্রার্থীর চেয়ে ৮৫৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
৫২টি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ মার্কা নিয়ে গয়াস মিয়া পেয়েছেন ২৯৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান পেয়েছেন ২১১৪৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত মুসলিমা আক্তার। তিনি পেয়েছেন ২৫৫৩৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুক্তা পেয়েছেন ১৬০৬০