সিলেট থেকে : সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সোয়াত টিমের সদস্যরা। এ মুহূর্তে তারা বাড়ির চারপাশ ঘুরে দেখছেন। সোয়াত টিমের সঙ্গে আছেন মেট্রোপলিটনের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বোম ডিসপোজাল ইউনিট ও ‘আতিয়ার মহল’ নামে ভবনটির মালিক উস্তার মিয়া।
এর আগে শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টা ৫০মিনিটে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা ভবনের সামনে সোয়াতের টিম এসে পৌঁছায়।
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে দুপুর ২টার দিকে জঙ্গিরা বলে, ‘আমাদের হাতে সময় কম। তোমরা (পুলিশ) শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি। তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না। তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো।’
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস