শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ১১:১১:২৩

জঙ্গি আস্তানা থেকে হাতকড়া পরিহিত একজনকে বের করেছে সোয়াত

জঙ্গি আস্তানা থেকে হাতকড়া পরিহিত একজনকে বের করেছে সোয়াত

সিলেট থেকে : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’র ভেতর থেকে হাতকড়া ও হেলমেট পরিহিত অবস্থায় এক যুবককে বের করেছে সোয়াত সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে ওই বাড়ি থেকে বের করতে দেখা যায়। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে সবুজ রঙয়ের টি শার্ট ও লুঙ্গি রয়েছে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে তারা আতিয়া মহলের ভেতরে প্রেবেশ করে। তবে প্রবেশের সময় তারা কোনো প্রকার বাধার মুখে পড়েনি এবং কোনো প্রকার বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তরা আতিয়া মহলের ভেতরেই রয়েছে।

ঘটনাস্থলে অবস্থান করেছে ফায়ার সার্ভিসের। আনা হয়েছে অ্যাম্বুলেন্সও। পাশাপাশি র‌্যাব, পুলিশ, ডিবি, সিটি এসবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থায় রয়েছেন।

এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫২ মিনিটে সোয়াতের একটি টিম ঢাকা থেকে সিলেটে জঙ্গি আস্তানায় এসে পৌঁছায়। পরে সোয়া ৪টার দিকে আসে চার সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল। যে কোনো সময় ঘিরে রাখা ভবনে অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এর সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর ১০-১২ জন সদস্য। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার কিছু সময় পর তারা এসে হাজির হন। মেজর রোকন ও মেজর রাব্বি নেতৃত্বে প্যারা-কমান্ডো বাহিনী আশপাশ রেকি করছে।

সেনাবাহিনীর অবস্থান প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘জঙ্গিরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীকে আনা হয়েছে। এই অভিযানে তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা নিতে চাই।’

২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে