শনিবার, ২৫ মার্চ, ২০১৭, ০৯:১৫:৫৭

এইমাত্র পাওয়া খবর, সিলেটের জঙ্গি আস্তানায় অপারেশন স্প্রিং রেইন শুরু

এইমাত্র পাওয়া খবর, সিলেটের জঙ্গি আস্তানায় অপারেশন স্প্রিং রেইন শুরু

সিলেট থেকে : সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন স্প্রিং রেইন’। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার সকাল ৮টার দিকে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামের বাড়িতে এই অভিযান শুরু হয়েছে।

সিলেট মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, অভিযান শুরু হয়েছে।প্যারা-কমান্ডো অভিযান চালাচ্ছে।

পুলিশ, সোয়াত ও প্যারা-কমান্ডোর সদস্যরা বাইরে থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে। তবে কার নেতৃত্বে অভিযান চলছে তা এখনও জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতিয়া মহলের ভেতরে প্রবেশ করেছে ৫০-৬০ জন সদস্য। বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন আরও এক থেকে দেড়শ প্যারা-কমান্ডো ও সোয়াত টিমের সদস্য।

শুক্রবার (২৪ মার্চ) ভোর থেকে সিলেটের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের সব বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

শুক্রবার সকালে আতিয়া মহল থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রায় দিন ঘিরে রাখার পর বাড়ির ভেতরে অভিযান শুরু হলো।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে