 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট থেকে : সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গির আস্তানায় অপারেশন টোয়াইলাইটে সেনাবাহিনী ঢুকে পড়ার পর পাশের একটি সাদা রংয়ের ভবন থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
 ধারণা করা হচ্ছে ওই ভবনেও জঙ্গিদের অবস্থান রয়েছে।
এরই মধ্যে সবুজ রংয়ের ভবনটিতে ঢুকে সেনাবাহিনী ১৮ জিম্মিকে উদ্ধার করেছে। তবে এই ভবনে ২৮টি পরিবারের বসবাস।
যাদের অনেকেই এখনো জঙ্গিদের হাতে জিম্মি রয়েছেন বলেই ধারণা করছেন অভিযানকারীরা।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে