সিলেট থেকে : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ‘আতিয়া মহলের’ কাছাকাছি পাঠানপাড়া এলাকায় বিস্ফোরণে একজন মারা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিববাড়িতে জঙ্গি আস্তানার কাছে ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এই ঘটনায় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইটি মোটরসাইকেলে করে হামলাকারীরা চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মোটরসাইকেল দুইটি বিস্ফোরণের কারণে দুমড়ে-মুচড়ে যায়।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ২০ জনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আছেন দৈনিক মানচিত্র পত্রিকার ফটো সাংবাদিক আজমল।
ওসমানী হাসপাতালের চিকিৎসক সুবলজ্যোতি চাকমা জানিয়েছেন, আহতদেরকে হাসপাতালে নেয়ার পর একজনকে 'ক্লিনিক্যালি ডেড' ঘোষণা করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন টোয়াইলাইট' নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ওই এলাকায় অভিযানের বিষয়ে ব্রিফ করেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস