সিলেট থেকে : সিলেট মহানগরীর শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। রবিবার বিকাল সাড়ে ৫টার পর দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা রকেট লাঞ্চার দিয়ে ছিদ্র করে তারপর সেখান দিয়ে টিয়ারসেল ছোড়ার পর তাদের জন্য ভেতরে থাকা কঠিন হয়েছিল। এখন পর্যন্ত ২ জন জঙ্গি নিহত হয়েছে। দু’জনই পুরুষ সদস্য। এখনও এক বা একাধিক জঙ্গি ভেতরে আছে। আমাদের কেউ আহত হননি।’
সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পাঠানপাড়া জামে মসজিদের কাছে ব্রিফিংয়ে বলেন, "ভেতরে যারা আছে তারা খুবই ট্রেনিং প্রাপ্ত। আমাদের দিকে একাধিক গ্রেনেড চার্জ করেছে। আমরা একটা গ্রেনেড ছুঁড়ে দিয়েছিলাম তারা সেটি ধরে আবার ব্যাক করেছে।"
তিনি বলেন, " আমরা রকেট লাঞ্চার নিয়ে এসেছি, টিয়ার শেল মারার পর তারা ছুটোছুটি শুরু করে। ভেতরে অন্তত দুজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখছি। তবে এখনো ভেতরে অনেক জঙ্গি আছে। যে দুজন জঙ্গি গুলি লেগেছে তারা নিজেরাই সুইসাইড বেল্ট পরে সুইসাইড করেছে।’
অভিযান কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে তিনি বলেন, ‘অভিযান কখন শেষ করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
২৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস