সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ০৪:২৭:১৭

'আতিয়া মহলে' বড় ধরনের বিস্ফোরণ, কালো ধোঁয়া

'আতিয়া মহলে' বড় ধরনের বিস্ফোরণ, কালো ধোঁয়া

সিলেট থেকে : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় কমান্ডো অভিযানের এক পর্যায়ে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরই কালো ধোঁয়া বের হতে শুরু করেছে ওই ভবন থেকে। ফায়ার সার্ভিসকেও পানি দিতে দেখা যাচ্ছে ওই ভবনে।

‘টোয়াইলাইট’ অভিযানের চতুর্থ দিন সোমবার (২৭ মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এরপর টানা কয়েক মিনিট ধরে আরও শব্দ শুনতে পাওয়া যায়। তবে এগুলো কীসের শব্দ, তা তাৎক্ষণিকভাবে বোঝা সম্ভব হয়নি।

ওই বিস্ফারণের পর আতিয়া মহলের বেশ কয়েকটি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ধোঁয়ার পরিমাণ সময়ের সঙ্গে বাড়ছে। ফায়ার সার্ভিসকে পানিও দিতে দেখা যাচ্ছে আতিয়া মহলে। এ থেকে ধারণা করা হচ্ছে, আতিয়া মহলেও কোনও স্থানে আগুন লেগে থাকতে পারে।

উল্লেখ্য, অভিযানের আজ চতুর্থদিন। জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে রোববার রাতে থেমে থেমে প্রায় সারা রাতই পাওয়া যায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ। মাঝে কিছুটা বিরতি দিয়ে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া গুলি ও বিস্ফোরণের শব্দ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও শোনা যাচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে আইন শৃংখলা বাহিনী। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।
২৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে