সোমবার, ২৭ মার্চ, ২০১৭, ০৪:৫৩:০৮

দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে সেনা-কমান্ডোরা

দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে সেনা-কমান্ডোরা

সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছেন সেনাবাহিনীর কমান্ডোরা। সোমবার বেলা সোয়া ২টার দিকে কমান্ডোরা ভেতরে প্রবেশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ওয়েবসাইটে সোমবার আপলোড করা একটি ভিডিও ক্লিপে কমান্ডোদের খুব সতর্কতার সঙ্গে দেয়াল ভাঙতে দেখা যায়।

এদিকে রোববার শেষ রাত থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আজ (সোমবার) দুপুর সাড় ১২টার দিকে শিববাড়ি এলাকায় উপস্থিত একজন সংবাদকর্মী জানিয়েছেন, আজ মিডিয়া কর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় এক/দেড় কিলোমিটার দূরে অবস্থান করতে হচ্ছে।

অভিযানের আজ চতুর্থদিন। ক্ষয়ক্ষতি এড়িয়ে অভিযান সম্পন্ন করতে কিছুটা সময় নেওয়া হয়েছে বলে গতকাল সেনা বাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্ভবত আজই সেনা অভিযান সফলভাবে শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, অভিযানের আজ চতুর্থদিন। জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে রোববার রাতে থেমে থেমে প্রায় সারা রাতই পাওয়া যায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ। মাঝে কিছুটা বিরতি দিয়ে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া গুলি ও বিস্ফোরণের শব্দ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও শোনা যাচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে আইন শৃংখলা বাহিনী। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।
২৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে