সিলেট থেকে : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া ভবনের সর্বশেষ অবস্থা জানতে সেনাবাহিনীর ব্রিফিংয়ের অপেক্ষা করছেন সাংবাদিকরা। ব্রিফিং কখন তা সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সাংবাদিকদের ব্রিফ করা হতে পারে বলে একটি সূত্র থেকে জানা গেছে। পরের ব্রিফিং এর অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এর আগে দুদিন বিকাল সাড়ে ৫টায় সেনাবাহিনী সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করেছিলেন।
রোববারের সর্বশেষ ব্রিফিং এর সময় অভিযানকে জটিল ও ঝুকিপূর্ন আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘জঙ্গিরা পুরো ভবনটির বিভিন্ন জায়গায় আইইডি লাগিয়ে রাখা হয়েছে। আমরাও যথেষ্ট এক্সক্লুসিভ ফায়ার করেছি। তাই পুরো এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন ভিতরে নড়াচড়া করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আমাদের কমান্ডোরা সব ঝুঁকি নিয়ে চেষ্টা করছে যেকোনও সাইট থেকে তাদের নির্মূল করার জন্য। অভিযান অব্যাহত থাকবে। তবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে, কখন এটা শেষ হবে।’
এসময় তিনি ২ জঙ্গির নিহতের খবর নিশ্চিত করে ভেতরে আরও একাধিক জঙ্গি থাকার কথা জানিয়েছিলেন। সোমবার দিনভর থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিকাল সাড়ে ৫টার পর থেকে ভেতর থেকে আর কোন শব্দ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ ৩০ ঘণ্টা চেষ্টার পর ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো। এর মাঝে ৭৮জনকে অক্ষত উদ্ধার করা হয়। দুইজন জঙ্গি নিহত হয়েছে।
২৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস