মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ০৪:৩৬:৩৪

আতিয়া মহলে ভেতরে সেনাবাহিনী, পরপর ৪টি বিস্ফোরণ

আতিয়া মহলে ভেতরে সেনাবাহিনী, পরপর ৪টি বিস্ফোরণ

সিলেট থেকে : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে মঙ্গলবার পঞ্চম দিনের মতো সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলের অভিযান চলছে। ভবন থেকে বেলা একটার দিকে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন, সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলের ভেতরে ঢুকেছে। সেখানে তাঁরা বিস্ফোরক দ্রব্য নিস্ক্রিয় করার কাজ করছেন।

ধারণা করা হচ্ছে, সেখানে থাকা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে গিয়ে ওই ৪টি বিস্ফোরণ ঘটে।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে সেনা গোয়েন্দা পরিদপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আতিয়া মহলে থাকা ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে। এর মধ্যে এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও দুটি লাশ ভবনের ভেতরে পড়ে রয়েছে। তাদের শরীরে সুইসাইডাল ভেস্ট (আত্মঘাতী হামলার জন্য বিস্ফোরকভর্তি বন্ধনী) বাঁধা বলে সেগুলো উদ্ধার করা যায়নি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আতিয়া মহল এখন সেনাবাহিনীর কব্জায়। তবে ভবনের ভেতরে প্রচুর বিস্ফোরক বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। তাই সেনাবাহিনীর অভিযান এখনই শেষ হচ্ছে না।

গত শুক্রবার থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে পৃথক দুই বিস্ফোরণে নিহত দুই পুলিশ সদস্যসহ মোট ৬ জন, আহত হন প্রায় অর্ধশত। টানা চারদিন অভিযানের পর সোমবার আতিয়া মহলের ভেতরে থাকা ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
২৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে