সিলেট থেকে : সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের অভিযান অপারেশন টোয়াইলাইট সমাপ্তি ঘোষণা। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এক জঙ্গি আস্তানায় এ অভিযান চালান তারা। মঙ্গলবার সিলেটের জালালাবাস সেনানিবাসে রাত ৮টায় সংবাস সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
তিনি বলেন, পুরো অপারেশন পরিচালনায় পুলিশ, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিস, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা, স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসী যে সহায়তা প্রদান করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। অপারেশন টোয়াইলাইট যে কোন ক্রাইসিস মোকাবেলায় সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায়র একটি মাইলফলক হিসেবে থাকবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে পৃথক দুই বিস্ফোরণে নিহত দুই পুলিশ সদস্যসহ মোট ৬ জন, আহত হন প্রায় অর্ধশত। টানা চারদিন অভিযানের পর সোমবার আতিয়া মহলের ভেতরে থাকা ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
২৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস