সিলেট থেকে : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে মেয়র আরিফুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়।
ওই রিট আবেদনের শুনানি শেষে আদালত এ রায় দেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন।
গত রোববার দায়িত্ব নেওয়ার দুই ঘণ্টার মধ্যে ফের সাময়িক বরখাস্ত হন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এরপরই আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন।
আরিফের আইনজীবী আব্দুল হালিম ক্বাফী এ তথ্য জানিয়েছেন। ক্বাফী বলেন, রোববার আরিফুল হক চৌধুরীকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট দায়ের করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস