দূতাবাসগুলোর বাড়াবাড়ি ঠিক নয় : অর্থমন্ত্রী
সিলেট : বিদেশি হত্যাকাণ্ড নিয়ে দূতাবাসগুলোর বাড়াবাড়ি ঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এসব ঘটনায় দেশে আতঙ্কের কোনো পরিবেশ তৈরি হয়নি।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় গণগ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত বা অর্থনীতিতে এর কোনো প্রভাবও পড়বে না। এর চেয়ে আমেরিকায় আরো অনেক বেশি বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে থাকে।
অর্থমন্ত্রী বলেন, বিনাখরচে জ্ঞানী হওয়ার শ্রেষ্ঠ জায়গা হলো গণগ্রন্থাগার। তাই বেশি বেশি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা দরকার। ইতিহাস ও জ্ঞানের ভাণ্ডার হচ্ছে বই। একটি গ্রন্থাগার শুধু এলাকা বা দেশের নয়, পৃথিবীর সম্পদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মদন মোহন বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম প্রমুখ।
২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�