সোমবার, ০১ মে, ২০১৭, ০৭:২৭:০৯

কালবৈশাখী ঝড়ে সিলেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে সিলেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেট: শুক্রবার (২৮ এপ্রিল) রাতে হয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সিলেট শহরের অন্য কোথাও কোনো ক্ষতি না হলেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট বক্স, মিডিয়া বক্স এবং হসপিটালিটি বক্সের কাচসহ ভেঙ্গে পড়েছে স্টেডিয়ামের কাঁচের অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ।

স্টেডিয়ামটির আশপাশে বড় ধরনের স্থাপনা না থাকায় ঝড়ের বাতাস সরাসরি স্টেডিয়ামেই আঘাত হানে। শুক্রবার গভীর রাতে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানান বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি জানান, “ঝড়ে প্রেসিডেন্ট বক্সে লাগানো প্রায় অর্ধেক কাচই ভেঙ্গে পড়েছে। এছাড়া হসপিটালিটি বক্স এবং মিডিয়া সেন্টারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কাচের অবকাঠামোর প্রায় এক-তৃতীয়াংশ ভেঙে গেছে। এছাড়া ভেঙ্গে গেছে অনেক চেয়ারও। ঝড়ের সময় কাচ ভেঙে যাওয়ায় বৃষ্টির পানি ঢুকে অন্যান্য আসবাবপত্রও নষ্ট হয়ে গেছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ঢাকা থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দল সিলেটে আসছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। এরপর ২০১৩ সালে প্রায় ১২০ কোটি টাকার সংস্কার কাজ করা হয়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামটির উদ্বোধন করেন এবং সে বছরই টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হয় এ মাঠে।

বিগত এক বছরের বেশি সময় ধরে পুনরায় এই স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। সিলেটের ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এ স্টেডিয়ামে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে