সিলেট থেকে : হঠাৎ মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে সিলেট নগরী ও নগরীর আশপাশের এলাকায় এ ভূকম্পন অনূভূত হয়। ৫.১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্য বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। নড়ে উঠে নগরীর বহুতল ভবনগুলো। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সিলেট আহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক গণেন্দ্র চন্দ্র দাশ ভূমিকম্প অনূভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া এ ভশুকম্পের মাত্রা ছিলো ৫.১। বাংলাদেশে রাত ১২টা ১৮ মিনিটে এটি অনুভূত হয়।
এমটিনিউজ/এসবি