সিলেট ব্যুরো (সিলেট) : জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে সিলেট ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ফলে পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাদের পৃথকভাবে মহড়া দিতে দেখা যায়। মহড়ার পর পরই অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।
জানা যায়, সকাল ১১ টার দেকে এমসি কলেজ ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশেপাশের এলাকাগুলোতে জড়ো হন। বিবদমান দু’টি পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। এমন অবস্থার খবর পেয়ে এমসি কলেজ এলাকায় তিন প্লাটুন পুলিশ সদস্য অবস্থান নেন। তাছাড়াও কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্ট, কলেজ ক্যাম্পাসে পুলিশ ভ্যান ও লেগুনা দিয়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে।
এসএমপির শাহপরাণ থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজ এলাকার যেকোনো বেআইনী কর্মকান্ড ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস