সিলেট ব্যুরো (সিলেট): সিলেট নগরীর রিকাবীবাজার থেকে শনিবার বিকালে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো: জাবেদ আহমদ (৪১)। সে কোতয়ালী থানাধীন মুন্সিপাড়া ৩৫ নম্বর বাসার আব্দুল নুর আহমদের পুত্র।
শনিবার রাতে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সিলেট জেলার বিভিন্ন এলাকার সাধারণ লোকজনের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সে গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের নিকট থেকে টাকা আত্মসাৎ করে আসছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির নিকট লিফলেটও পাওয়া গেছে। র্যাবের পাশাপাশি সে পুলিশের কর্মকর্তা পরিচয়েও সিলেটসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষের নিকট হতে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। র্যাবের জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের কথা স্বীকার করেছে। তাকে এসএমপি’র কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস