রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো: 'কাদের ভাই কাদের ভাই বলে চামচামি করবে না, ওমুক ভাই তমুক ভাই বলেন স্লোগান দিবেন না। এগুলো অনেক দেখেছি। আপনাদের মতো স্লোগানপার্টিই এই দলের বারোটা বাজাচ্ছেন। দয়া করে এগুলা বাদ দেন। আমাদের স্লোগান হচ্ছে শেখ হাসিনা, আমাদের স্লোগান হচ্ছে নৌকা'
শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বৃষ্টি উপেক্ষা করেই শুরু হওয়া জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচীর কর্মী সভায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তার বক্তব্য চলাকালীন সময়ে স্থানীয় বিভিন্ন নেতার নাম ধরে স্লোগান দেয়ায় ক্ষিপ্ত হয়ে এমন কথাগুলো বলেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অধ্যাপক রফিকুর রহমান।
সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এদিকে, সভাস্থলের মঞ্চের সামনে সামিয়ানার উপরে ত্রিপাল না থাকায় বৃষ্টিতে ভিজেই উপস্থিত ছিলেন নেতাকর্মীরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                