রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ১২:৪১:৪৭

সিলেটে বিপিএল ম্যাচের টিকিটের জন্য হাহাকার

সিলেটে বিপিএল ম্যাচের টিকিটের জন্য হাহাকার

সিলেট থেকে : সিলেটে চলছে টিকিটের জন্য হাহাকার। শহর কিংবা গ্রামে কান পাতলেই শোনা যায় টিকিট চাই- টিকিট চাই। টি-টুয়েন্টি ফরম্যাটের বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল) নিয়ে এতটাই মাতোয়ারা সিলেটের লাখো মানুষ।

ঘরের মাঠে এই প্রথম ক্রিকেটের এত বড় আসর মিস করতে চান না কেউ। সময় যত ঘনিয়ে আসছে টিকিটের জন্য হাহাকার ততই বাড়ছে। এই উন্মাদনা ভারত-পাকিস্তান ম্যাচকেও যেন হার মানিয়ে দেয়।

তবে চাইলেই কি আর টিকিট পাওয়া যায়। এ জন্য অনেক কাঠখড় পুড়িয়ে তবেই পাওয়া যেতে পারে সোনার হরিণ টিকিটের দেখা। আগামী মঙ্গলবার (৩১শে অক্টোবর) থেকে সিলেটের তিনটি শাখায় বিপিএলের টিকিট বিক্রি করবে ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবিএল) ব্যাংক।

নগরীর শাহজালাল উপশহর, সুবিদবাজার ও লামাবাজার শাখায় ৩১শে অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত টিকিটি পাওয়া যাবে। তবে টিকিট ক্রয় প্রক্রিয়াটা অনেক জটিল। দর্শকদের প্রথমে ইউসিবিএল ব্যাংকের অনুকূলে ইউক্যাশ করতে হবে। ইউক্যাশ হয় এমন যে কোনো দোকানে পেমেন্ট করে রিসিট নিতে হবে।

এরপর এই রিসিট ইউসিবিএল ব্যাংকের তিনশাখার যে কোনোটিতে দেখিয়ে বিপিএলের টিকিট ক্রয় করা যাবে। এ ছাড়া সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে মঙ্গলবার থেকে টিকিট বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছিল সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। কিন্তু গতকাল পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা।

পাশাপাশি অনলাইন থেকেও বিপিএলের টিকিট ক্রয় করা যাবে। তবে সেটিও প্যাঁচানো প্রক্রিয়া। বিক্রয় ডট কম আর দারাজ অনলাইনে ক্রেডিট কার্ডে পেমেন্ট করে রিসিট নিতে হবে। তারপর সেই রিসিট দেখিয়ে ইউসিবিএল ব্যাংক থেকে টিকিট পাওয়া যাবে। আয়োজকদের পক্ষ থেকে অবশ্য এখনো টিকিট ক্রয় সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার বিশ্বস্ত একটি সূত্র টিকিট ক্রয় সংক্রান্ত এসব তথ্য জানিয়েছে। বিপিএলের সিলেট পর্বের টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে দুইহাজার টাকায়।

এ ছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা এবং নর্দার্ন গ্যালারি টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এমজমিন
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে