রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ১২:৪৯:৪৯

এমটিনিউজে সংবাদ প্রকাশের পর বিপিএলের দাওয়াত পেলেন আরিফ, বয়কট ঘোষনা

এমটিনিউজে সংবাদ প্রকাশের পর বিপিএলের দাওয়াত পেলেন আরিফ, বয়কট ঘোষনা

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও বিপিএল বর্জন করেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে শনিবার। জেলা আওয়ামীলীগের নেতাদের মতো মেয়র আরিফও উদ্বোধনী অনষ্ঠানে যাননি।

২নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরীর জন্মদিন উপলক্ষে আয়োজিত সুহৃদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরিফ অনেকটা আক্ষেপের সুরেই বলেন, 'আমি যতই অশিক্ষিতই হইনা কেনো, ভিন্ন আদর্শগত হই না কেনো তারপরও তো আমি এই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। আমাকে ৫লক্ষ মানুষ ভালোবেসে ভোটের মাধ্যমে তাদের সেবায় নিয়োজিত করেছে। আমাকে সম্মান আমার নাম দেখে নয়, অন্তত আমার পদবীটাকে সম্মান করা প্রয়োজন ছিলো, ৫লক্ষ মানুষকে সম্মান করা উচিৎ ছিলো তাদের। সত্যিই খুবই দুঃখ পেয়েছি যে আমার নগরীতেই বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে ২/১ দিন পর। উদ্বোধনি ম্যাচসহ অনেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের সিলেটের মাঠে। কিন্তু আমাকে এখনও দাওয়াতটা করা হয় নাই'।

পরেরদিন শুক্রবার এমটিনিউজে- "অনিয়মের অভাব নেই, সিলেট নগরীতে খেলা হলেও দাওয়াত পাননি মেয়র আরিফ" শিরনামে সংবাদ প্রকাশ হলে ঐদিন রাত ৯টার দিকে বিসিবি এমটিনিউজকে জানায় তারা মেয়র আরিফকে দাওয়াত করেছে। তাৎক্ষনিক ভাবে এমটিনিউজ থেকে মেয়র আরিফের সাথে যোগাযোগ করা হলে আরিফ তা অস্বীকার করেন। পরে রাত ১২টার দিকে মেয়রকে দুটি ভিআইপি কার্ড পাঠিয়ে বিসিবি থেকে দাওয়াত দেওয়া হয়।

এসব বিষয়ে জানতে চাইলে মেয়র আরিফ এমটিনিউজকে বলেন ‘শুক্রবার রাত ১২টার দিকে আমার বাসায় দুটি ভিআইপি টিকেট পাঠানো হয়েছে। আমি জনগনের ভোটে নির্বাচিত মেয়র অথচ এর আগে আমার সাথে কোন যোগাযোগ করা হয়নি। তাছাড়া আমার কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের টিকেট দেয়া হয়নি তাই তাদেরকে রেখে আমি যেতে পারিনা।'

এরআগে, গত শুক্রবার জেলহত্যা দিবসের অনুষ্ঠানে এমন অভিযোগে বিপিএল’র খেলা বয়কটের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার মাঠে আওয়ামী লীগের মহানগরের দুই একজন নেতাকে দেখা গেলেও জেলার কোন নেতৃবৃন্দকে দেখা যাননি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে