শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ১২:৪০:২৩

হবিগঞ্জে এমপির জনসভায় হামলা, অজ্ঞান কেয়া চৌধুরীকে ওসমানীর আইসিউতে ভর্তি

হবিগঞ্জে এমপির জনসভায় হামলা, অজ্ঞান কেয়া চৌধুরীকে ওসমানীর আইসিউতে ভর্তি

সিলেট থেকে : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী একটি সভায় হামলার ঘটনা ঘটেছে। সেই হামলার পর সন্ধ্যায় একটি পথসভায় ঘটনার বর্ণণা দেয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন কেয়া চৌধুরী।

শুক্রবার বিকালে সেই হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও যুবলীগের কতিপয় নেতাকর্মী ওই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। অজ্ঞান কেয়া চৌধুরীকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।   

জানা যায়, শুক্রবার বিকালে বাহুবলের মিরপুরে বেদে সম্প্রদায়ের মধ্যে সমাজসেবার চেক ও বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষে কেয়া চৌধুরী বেদে বহর পরিদর্শন করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার গাড়িচালক কেয়া চৌধুরীর সাথে অসৌজন্যমূলক আচরণ এবং কেয়া চৌধুরী ভিডিওধারণ করতে থাকেন। কেয়া চৌধুরী ভিডিওধারণের কারণ জানতে চাইলে সেই গাড়িচালক সদুত্তর দিতে পারেন নি।  

এ ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য আলাউর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেয়া চৌধুরীকে গালিগালাজ করতে থাকেন। ওই ঘটনার পর সন্ধ্যায় একটি পথসভায় মিরপুরের বাসিন্দাদের বিষয়টি অবগত করে বক্তব্য রাখেন কেয়া।

বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থবোধ করতে থাকেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকলে কলেজ হাসপাতালে রেফার করেন। এখন এমপি কেয়া চৌধুরীকে ওসমানীর আইসিউতে রাখা হয়েছে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে