শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪:৪১

'এটাই আমার প্রথম পরা নতুন সোয়েটার'

'এটাই আমার প্রথম পরা নতুন সোয়েটার'

সিলেট ব্যুরো (সিলেট): প্রচন্ড শীতে কাঁপছে গোটা দেশ। এই কয়দিনের শীতের আক্রমণ থেকে রক্ষা পায় নি দেশের অন্যান্য জায়গার মতো সিলেটের জৈন্তা  উপজেলার মানুষও। বিশেষ করে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ এবংশিশুরা। দিনে মাঝে মধ্যে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমছে না। উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোর অভাবী পরিবার শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট পাচ্ছে।  আবার দেখা যায় অনেক পরিবার রাতে ঘরের মধ্যেই খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে।

শনিবার সকালে সিলেটের উক্ত জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র শীতার্ত বয়স্ক ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে এক শিশু তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, 'স্যার এটাই আমার প্রথম নতুন সোয়েটার। আমার থেকে এক বছরের বড় একটা ভাই আছে। ওর পুরনো জামাগুলো যখন তার ছোট হয়ে পড়ে তখন আমি এটা পরি। বাবা দরিদ্র হওয়ায় শীতে নতুন জামা কিনে দেয়া সম্ভব হয়ে উঠে না।এটাই আমার প্রথম নতুন সোয়েটার, অনেকদিন পরতে পারবো এটা'।

অনুষ্ঠানের প্রধান অতিথি বৃহত্তর জৈন্তা কল্যাণ পরিষদের চেয়ারম্যান, দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলালের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জাবেদ আহমদ এর ব্যক্তিগত অর্থায়নে প্রায় দুইশতাধিক হত-দরিদ্র শীতার্ত বয়স্ক ও শিশুদের মধ্যে সোয়েটার এবং কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজপাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শ্রী মঞ্জু রাণী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলজার আহমদ হেলাল বলেন, আমাদের সমাজের সবচেয়ে বেশী কষ্ট পায় বয়স্ক এবং শিশুরা। তাই এ সকল শীতার্ত মানুষের পাশে শীত নিবারণের জন্য আমাদের এগিয়ে আসা প্রয়োজন। তাই সমাজের বৃত্তবানরা তাদের দানের হাতটা একটু বাড়িয়ে দিলে এই হত-দরিদ্র মানুষগুলা শীতের প্রচণ্ড আক্রমনের হাত থেকে রক্ষা পেতো।

এছাড়া বক্তব্য রাখেন সিলেটের কন্ঠ ডটকম'র প্রধান সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক জাবেদ আহমদ, এমটিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র সিলেট ব্যুরো প্রধান রাহিবুর রহমান ফয়ছল।

উপস্থিত ছিলেন, জৈন্তা ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা আব্দুল খালিক, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক,  আজকের সিলেট ডটকম'র ক্রীড়া প্রতিবেদক রেজাউল আলম, ত্রৈমাসিক ম্যাগাজিন নক্ষত্র সম্পাদক সাংবাদিক জুনায়েদুর রহমান, ইউপি সদস্য হাজি ফজলুর রহমান, ছাত্রনেতা গোলাম কিবরিয়া, নাজমুল হোসাইন, আব্দুল খালেক, মিজান আহমদ, দিগারাইল গ্রাম উন্নয়ন সংস্থার সেক্রেটারি জামাল উদ্দিন,  এলাকার বিশিষ্ট মুরব্বী মন্তাজ আলি, ইউসুফ আলি, আব্দুল খালিক, মোস্তাক আহমদ প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে