মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ১১:০২:১৪

যেভাবে পাওয়া যাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল

যেভাবে পাওয়া যাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল

সিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (প্রকৌশল ও সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ফল প্রকাশিত হয়। মঙ্গলবার রাত নয়টার দিকে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলের কপিতে স্বাক্ষর করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা, সদস্যসচিব অধ্যাপক মুশতাক আহমেদ, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন জহির বিন আলমসহ বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার ফলসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www. sust. edu/admission থেকে পাওয়া যাবে। এছাড়া যেকোনো অপারেটরের মুঠোফোন নম্বরের মেসেজ অপশনে গিয়ে SUST Exam Roll লিখে ১৬২৪২ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠালে ফিরতি খুদেবার্তায় ফল পাওয়া যাবে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক মুশতাক আহমদ। ১৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে