 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট থেকে : ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ইজতেমা ফেরত মুসল্লীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
নিহতরা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০), আব্দুল জফুর (৪৫) ও অজ্ঞাত এক মুসল্লী (৪৫)। ইজতেমা থেকে আর বাড়ি ফেরা হলো না তাদের।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, দ্বিতীয় পর্বে টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফিরছিলেন মুসল্লীরা। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এমটিনিউজ২৪/এম.জে/ এস