মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৯:০০

আজানের আওয়াজ শুনে বক্তব্য বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী

আজানের আওয়াজ শুনে বক্তব্য বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী

সিলেট থেকে : নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিকালে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ টা ১০মিনিটের সময় আসরের আজান শুরু হয়। যা কানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বলেন, এখন আজান দিচ্ছে, আজান শেষ হলেই বক্তব্য দেব। এরপর বক্তব্য দেওয়া বন্ধ করেন তিনি। আজান শেষ হওয়ার পর আবারও বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের ৫ বছর পদার্পণ করার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আর সেটা সিলেট থেকে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। মানুষের ভাগ্য পরিবর্তন করে। আমি আজ আপনাদের কাছে এসেছি উপহার আনতে।

শেখ হাসিনা বলেন, ‘গত নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তারা বরং নির্বাচন বানচালের চেষ্টা করেছিল। বর্তমানে বিএনপি-জামায়াত সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে বিএনপি-জামাত দেশে সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালিয়েছে।’

জ্বালাও-পোড়াও-অগ্নি সন্ত্রাস চালিয়েছে। তাদের সময়েই দেশে জঙ্গিবাদের উদ্ভব হয়। বিএনপি-জামায়াতের সময় দেশে যে উন্নয়ন হয় না, তা বিগত সময়ে আপনারা দেখেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। তাদের জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছেন দেশের জনগণ। জনগণ যখনই তাদের প্রতিরোধ করতে শুরু করেন, তখনই তারা পিছু হটতে বাধ্য হয়।’’

সিলেট অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ধাপে ধাপে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা উন্নয়নের ছোঁয়া সিলেটের প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিয়েছি। সিলেটের উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এর প্রমাণ, একযোগে ৩৫টি প্রকল্পের উদ্বোধন।’

জঙ্গিবাদ মোকাবিলায় বর্তমান সরকার সফল মন্তব্য করে তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে কেবল সরকার সচেতন হলে হবে না। একইসঙ্গে দেশের শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিকদেরও সচেতন হতে হবে। জনগণ যখনই তাদের প্রতিরোধ করতে শুরু করেন, তখনই তারা পিছু হটতে বাধ্য হয়।’

এর আগে হযরত শাহজালাল (র.), শাহপরান রহ. ও গাজী বোরহান উদ্দিন র. এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহজালাল র. এর মাজার জিয়ারতে যান।

এরপর হযরত শাহপরাণ (র.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বোরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করেন। দুপুরে সার্কিট হাউসে বিশ্রাম শেষে তিনি সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন তিনি। সেখানে ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে