বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:২২:৪৯

খালেদা জিয়ার রায় নিয়ে যা বললেন এরশাদ

খালেদা জিয়ার রায় নিয়ে যা বললেন এরশাদ

সিলেট থেকে : বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহ জালাল (র.) এর মাজার জিয়ারত করার মাধ্যমে আগামী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান এইচ এম এরশাদ শাহ জালালের মাজার জিয়ারত শেষেই কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, সংবিধান মেনে করে নির্বাচনে যাবে। কারণ দলটি নির্বাচনমুখী দল। খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এ বিষয়ে জাতীয় পার্টি কি ভাবছে?

এমন এক প্রশ্নের জবাবে এইচ এম এরশাদ বলেন, ‘রায় কি হবে সেটা আমি জানি না। এটা আদালতের ব্যাপার।তবে রায় তো আমার বিপক্ষে, আমার স্ত্রী সন্তানদেরও বিরুদ্ধেও গেছে।’

তিনি বলেন ‘জেলে বসেই আমি নির্বাচন করেছি। সিলেটের মানুষ ভালোবেসে লাঙলকে বিজয়ী করেছে আগামীতেও করবে বলে বিশ্বাস রাখি। আর খালেদা জিয়ার রায়কে ঘিরে পরিস্থিতি কোন দিকে যায় সেটা নিয়ে এখনই কথা বলার সময় আসেনি।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে