মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৩৭:৪২

সিলেটে অনাথ ও অটিস্টিক শিশুরা আঁকলো চোখ ধাঁধানো আল্পনা

সিলেটে অনাথ ও অটিস্টিক শিশুরা আঁকলো চোখ ধাঁধানো  আল্পনা

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো (সিলেট): মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের বাগবাড়ি সমাজকল্যাণ কমপ্লেক্সের ভেতরে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা জুড়ে আল্পনা  আঁকলো অনাথ ও অটিস্টিক শিশুরা।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের ব্যক্তিগত আর্থিক সহায়তায় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের ইনক্লুসিভ স্কুলে অধ্যয়নরত ৪০ জন অনাথ ছাত্র এবং সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের ১০ জনসহ মোট ৫০ জন ছাত্র এ আল্পনা আঁকায় অংশ নেয়। আল্পনা আঁকার সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সদস্য সচিব তুলিশিল্পী ইসমাইল গনি হিমন।

মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এসময় তিনি আল্পনা আঁকা পুরো রাস্তাটি ঘুরে দেখেন এবং আল্পনা আঁকার সাথে জড়িত অনাথ ও অটিস্টিক শিশুদের সাথে কুশল বিনিময় করেন। তিনি আল্পনা অঙ্কনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগী সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদৌস আক্তার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ওসিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে