রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৩৮:৫৫

'নাগরী' ছিলটিদের ঐতিহ্যের প্রতিক

 'নাগরী' ছিলটিদের ঐতিহ্যের প্রতিক

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো (সিলেট): বিলিন হওয়া নাগরী ভাষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। এ ভাষাকে সবার সামনে তুলে ধরতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে। নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে কোন জাতিই যেমন র্কাপন্য করেনি ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের পূর্ব পুরুষের ভাষা এই নাগরীকে ধরতে রাখতে আজ ঐক্যবদ্ধ হতে হবে। নাগরী সিলেটীদের ঐতিহ্যের প্রতিক।

বাংলাদেশ সরকার সহ সকল দেশের সরকারী বই পুস্তকে নাগরী অর্ন্তরভূক্ত করার আহবান জানান। একটি স্বতন্ত্র ভাষা হিসেবে এ নাগরী ভাষার সর্বোচ্চ সম্মান প্রদান করতে সর্বমহলকে একযোগে কাজ করতে হবে।

রোববার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ’র বিগত ৩ বছর যাবত নাগরী’র প্রচার এবং প্রসারে গৃহিত বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের অবহিতকরণের লক্ষে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ’র প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ মুমিনুল হক’র সভাপতিত্বে, পরিষদের সিলেট মেট্টোপলিটন জোন এর সমন্বয়ক তানভীর আনজুম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস-উন-নূর, ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, বাংলাটিভি সিলেট ব্যুারো প্রধান আবু তালেব মুরাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নিউ নেশন এর সিলেট ব্যুারো প্রধান এস এ শফি, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রির্পোটার এম আহমদ আলী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রির্পোটার জেড এম সামছুল, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিয়া খালেদ, এমটিনিউজ টোয়েন্টিফোর'র সিলেট ব্যুরো প্রধান  রাহিবুর রহমান ফয়ছল, সমন্বয়ক আলী আহমদ চৌধুরী, শিক্ষক এমদাদুর রহমান,  শরিফ আহমদ, রেজাউল আলম, হাবিব আহমদ এহসান, লতিফুর রহমান উজ্জল, মাজহারুল ইসলাম সাদি, রায়হান আহমদ চৌধুরী, হাবিব উল্লাহ, আমিনুল হক, মনোয়ার হোসাইন, রাশেদুল হাসান প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে