রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০৮:২৫:৫৩

ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব

ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব

সিলেট থেকে : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে শফিকুরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। পুলিশ ফয়জুরকে হাসপাতালে ভর্তি করেছে।

রোববার বিকেল পৌনে পাঁচটায় র‌্যাব-৯ এর একটি দল সিলেট কোতোয়ালি থানা-পুলিশের কাছে ফয়জুরকে হস্তান্তর করে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশের পক্ষে হামলাকারী ফয়জুরকে গ্রহণ করেন নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি, কোতোয়ালি) সাদেক কাওসার দস্তগির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন।

গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফয়জুর রহমানের অতর্কিত হামলায় ছুরিকাহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এসময় প্রত্যক্ষদর্শী ছাত্ররা হামলাকারী ফয়জুরকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে শিক্ষা ভবনের একটি কক্ষে আটকে রাখেন। পরে হামলাকারী ফয়জুরের বাসায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।সেখান থেকে তার মামা ফজলুর রহমানকে আটক করা হয়।

ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তরের আগে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, ‘ফয়জুরের কাছ থেকে র‌্যাব বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব বের একটি দল কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে র‌্যাব তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে।’

র‌্যাব ধারণা করছে হামলার ঘটনায় ফয়জুরের সঙ্গে আরো কেউ ছিল। তবে জিজ্ঞাসাবাদে ফয়জুর র‌্যাবকে জানিয়েছে, সে একাই এ হামলা চালিয়েছে। র‌্যাব আরো জানায়, হামলার ঘটনার মূল বিষয়টি দেখবে পুলিশ। আর পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত করবে র‌্যাব।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে