 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট থেকে : সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার থেকে পুলিশের পোশাক পরা এক তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
শাহজালাল মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিশ্বজিৎ ও এসআই শফিক আহমদ জানান, বৃহস্পতিবার দুপুরে পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে মাজার এলাকায় ঘুরাঘুরি করছিলেন এক তরুণী।
পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি কথা ঘুরাতে থাকেন। এ সময় তাদের সন্দেহ হলে ওই তরুণীকে আটক করা হয়।
তারা আরও জানান, আটক তরুণীর নাম জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) । তবে পরনের পুলিশের পোশাকের সাথে যুক্ত নেমপ্লেটে তার নাম লিখা ছিল পাপিয়া আক্তার।
আটক তরুণীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তরুণীর গায়ে পুলিশের কনস্টেবলের পোশাক ছিল।
এমটিনিউজ/এসএস